১. ক্যাশ অন ডেলিভারীঃ পন্য যখন ডেলিভারী দেয়া হবে অর্থাৎ যখন আপনি অর্ডার করা পন্যটি হাতে পাবেন, তখন ক্যাশে পেমেন্ট করতে পারবেন।
২. সেক্ষেত্রে আপনি যদি প্রথম কাস্টমার হন, আপনাকে কমপক্ষে ডেলিভারী চার্জটি আগে দিতে হবে।
৩. অনলাইন পেমেন্টঃ অর্ডার করার পর, বিকাশ, নগদ অথবা রকেট একাউন্টের মাথ্যমে পে করতে পারবেন। সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার হিসেবে অর্ডার নাম্বারটি দিয়ে সেন্ড মানি করবেন।
৪. অর্ডার শিপমেন্ট হবার পরে অর্ডার বাতিল করতে চাইলে, ডেলিভারী চার্জ আপনাকে বহন করতে হবে।
৫. ডেলিভারী হবার পরে যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত পন্য পাননি, সেক্ষেত্রে টাকা ফেরত কিংবা পরিবর্তন যেকোনটিই করতে পারবেন কিন্তু এছাড়া পন্য পরিবর্তন করতে চাইলে, ডেলিভারী চার্জ প্রযোজ্য হবে।